প্রজন্ম ডেস্ক:
কলকাতার যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ‘খুন হয়েছেন’ বলা হচ্ছে, তার সেপটিক ট্যাংক থেকে কিছু মাংসের টুকরো উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান , ভারতে অবস্থানরত ডিবির কর্মকর্তাদের সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছে।
“সেখানে সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংকের মধ্যে কিছু মাংস পাওয়া গেছে। সেটা সংসদ সদস্য আনারের না অন্য কিছু, তা ডিএনএ পরীক্ষা না করে তা নিশ্চিত হওয়া যাবে না।”
এদিকে ঢাকার তিনটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে সঞ্জিভা গার্ডেনসের একজন মালি সিদ্ধেশ্বর মণ্ডল বলছেন, একটি ম্যানহোল চেম্বার থেকে অনেকখানি মাংস উদ্ধার করতে দেখেছেন তিনি। পরিমাণে তা হতে পারে তিন থেকে চার কেজি।
হাতের দুই আঙুল দিয়ে দেখিয়ে তিনি বলছেন, টুকরোগুলো ছোট ছোট, তার ভাষায় ‘পাকোড়া কাট’ ।
projonmo21.com Popular bangla online newsportal