কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ২৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারী) রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নাগরী ইউনিয়নে অভিযান চালিয়ে সেনপাড়া গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র পারভেজ মিয়া (২৪) ও হারুন অর রশিদের পুত্র ফারুক হাসান (৩৮) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উভয়কে আটক করে থানায় নিয়ে আসে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগরী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি পারভেজ মিয়া ফারুক হাসানকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রবিবার থানায় মামলা (নং ১১(১)২৬) দায়েরের পর দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
projonmo21.com Popular bangla online newsportal