সর্বশেষ :
Home / আন্তর্জাতিক / ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্য়া বাড়ছে

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্য়া বাড়ছে

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের ওড়িশা রাজ্যের বালাসোরের কাছে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বহংগা বাজার স্টেশনে গত কয়েক দশকের মধ্যে দেশটিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ঘণ্টায় ১২৮ কিলোমিটার গতিতে স্টেশনের দিকে যাচ্ছিল চেন্নাইমুখী করমণ্ডল এক্সপ্রেস। হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের লেনে স্থির থাকা একটি মালবাহী ট্রেনের ওপর উঠে যায় যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন। ছড়িয়ে ছিটিয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫টির মতো বগি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, একই সময়ে বিপরীত দিক থেকে ১২৬ কিলোমিটার গতিতে আসে বেঙ্গালুরু থেকে হাওড়াগামী যশবন্তপুর ‘হাওড়া এক্সপ্রেস’। সেই সময় করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগির সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় হাওড়া এক্সপ্রেসের ট্রেনটিও। আর পুরো ঘটনাটি ঘটেছে মাত্র ২৩ সেকেন্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!