আমাকে গ্রেপ্তার কর,
আমি এখন কাপনের কাপড় পড়ে তৈরি।
জেলে যাবো বন্ধি হবো,
দীর্ঘ শ্বাস ছেড়ে, মায়া ছেড়ে
পৃথবীকে বিদায় জানাব,
আমাকে গ্রেপ্তার কর।
পুলিশ বলবে কেন গ্রেপ্তার করবো,
হাতে ওয়ারেন্ট নাই,
তুমি তো খুন করো নাই,
নারীকে ধর্ষণ কর নাই,
চুরি ডাকাতি করো নাই,
তাহলে কেন?
আমি ৭১ সালে বয়সে ছিলাম
দশ কিংবা বারো,
দাও না বানিয়ে ধর্ষণকারী,
রাষ্ট্র দ্রোহিতা,ছলনাকারী,
তোমাদের যা ইচ্ছা তাই কেস লাগাও
তবু আমাকে গ্রেপ্তার কর।
–চলবে পুংতি
projonmo21.com Popular bangla online newsportal
চমৎকার একটি কবিতা