নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের শিবচর উপজেলার ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ইমাদ পরিবহনের একটি বাস। পরে রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১৭ জনের মৃত্যু হয়।পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন।
রোববার (১৯ মার্চ) দুপুরে শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তরুণ অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সামনের বাম পাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। দ্রুত গতির হওয়ায় এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় বাস। চালক দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে মারা যান। মোট ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে জেনেছি।’
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে সকালে হালকা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। গাড়ি দ্রুত চালানোয় হয়তো চাকা ব্লাস্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
projonmo21.com Popular bangla online newsportal
মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি