সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কালিয়াকৈরে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ
মাটির ব্যবসা ও গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে র্পূব শত্রু জেরে মিজানুর রহমান (৩০) নামের এক
মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সস্ত্রাসীরা ।
শুক্রবার (২৪ র্মাচ) বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া আড়াইগঞ্জ বাজার এলাকায় এ
ঘটনাঘটে ।নিহত ব্যক্তি হলেন উপজেলার সুত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি চাঁনপুর গ্রামের ওয়াজ উদ্দিনের
ছেলে ।

নিহতের স্ত্রীর আহাজারী -ছবি -প্রজন্ম ২১

অভিযুক্তরা হলেন একই উপজেলার ঢালজোড়া এলাকার ১। আ: লতিফ (২৪) পিতাঃ সোহরাব ,২।আলিম মিয়া(৩৮)
পিতা:মৃত নিয়ত আলী ,৩।খোকন মিয়া(৩৪) পিতা:সোহরাফ ,৪।শরীফ (২৪) পিতা :জয়নাল আবেদিন
,৫।জসিম উদ্দিন ,৬।ফরিদুল ইসলাম ।

এলাকাবাসী ,নিহতের পরিবার ও থানার অভিযোগ সূত্র জানায় বিভিন্ন সময় অভিযুক্তরা মিজানুর কে
ব্যবসায়ীক জটিলতা নিয়ে নানা সময় হুমকি দিয়ে আসছিলো । গত তিন মাস আগে উপজেলার
সাহেরাবাজ এলাকায় মিজানের আত্বীয়র বাসা থেকে ২ টা গরু চুরি হয় ।পরে ঘটনাটি মিজানুর তদন্ত
করে ঢালজোড়া গ্রামের হযরত আলীর ছেলে মাহমুদ মিয়া ও আলিম মিয়া এই দুজনের গরুচুরির সাথে
জরিতার সত্যতা খুজেঁ পায় । এ বিষয়ে তাদের জিঞ্জাসাবাদ করতে গেলে মিজানের সাথে র্তকবির্তক হয়
। এক র্পযায়ে তারা মিজানকে দেখে নিবে বলে হুমকি দেয় ।

নিহতের মা মমতাজ বেগমের কান্না জড়িত ছবি -প্রজন্ম ২১

এ ঘটনার তিনমাস পর গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে নিজ বাড়ি থেকে মিজানু কে পাশের টালাবহ
গ্রামের পন্ডিত আলীর ছেলে নুরিসলাম মিয়া মাটির ব্যবসা নিয়ে কথা আছে বলে বাসা থেকে ডেকে
নিয়ে যায় । এর আগে মিজানের মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে ।পরে ঢালজোড়া
আড়াইগঞ্জ বাজারের ব্রীজের কাছে এলে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্তরা সহ ১০-১৫ জন লোক তার
হাত পা বেধে এলোপাতারী রটের বারি ও রামদা দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এসময় মিজানের
ডাক চিৎকারে আসে পাশের লোকজন চলে আসলে অভিযুক্তরা দ্রæত ঘটনা¯’ল থেকে পালিয়ে যায় । পরে
¯’ানীয়রা আহত অব¯’ায় উদ্ধার করে উপজেলা সা¯’্য কমপ্লেক্সে ভর্তি করলে পরে শরীরের অব¯’ার অবনতি হলে
তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে র্ভতি করলে ঐদিন রাতেই চিগিৎসাদিন অব¯’ায়
মিজানের মৃত্যু হয় । অপরদিকে ঐদিন এ র্দূঘটনার খবর পেয়েই নিহতের ুস্ত্রীÍ অন্তরা বেগম বাদী হয়ে
কালিয়াকৈর থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করে ।

এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বলেন আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের কঠিন বিচার
চাই ।নিহতের বধু অন্তরা বেগম বলেন আনোয়ার ,খোকন ,আলীম সহ ১০-১২ জন আমার স্বামীকে হত্যা
করেছে ।ওরা কয়েকমাস আগে আমাদের এক আত্বীয়র গরু চুরি করে সে কথার প্রতিবাদ করতেই তারা
আমার স্বামীকে হত্যা করেছে ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আকবর আলী খান বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছি অভিযুক্তদের
গ্রেফতারের চেষ্টা চলছে ।

One comment

  1. অপরাধীদের বিচারের আওতায় আনা হোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!