সর্বশেষ :
Home / বিনোদন / আলোর মিছিল এর আনন্দ উচ্ছ্বাসে ঈদ পুনর্মিলনী ও ৩য় সম্মেলন অনুষ্ঠিত

আলোর মিছিল এর আনন্দ উচ্ছ্বাসে ঈদ পুনর্মিলনী ও ৩য় সম্মেলন অনুষ্ঠিত

 

 

শাহাদাত হোসেন নোবেল,দিঘলিয়া খুলনা, প্রতিনিধি:

বৃষ্টি দিয়ে দিনের শুরু হলেও ধীরে ধীরে দিঘলিয়ার সেনহাটি আই ডি আল কেজি স্কুলে দক্ষিন বঙ্গের সামাজিক সংগঠন আলোর মিছিলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৩য় সম্মেলন অনুষ্ঠিত হয় এক ঝাক নিবেদিত পরিবেশ কর্মির পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল। শনিবার ০১ জুলাই বিকাল ০৪টায় বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হয়।

 

শেখ তারেক এর সভাপতিত্বে, সোহাগ আল মামুন ও মহিউদ্দিন পারভেজ এর সঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেন অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও আলোর মিছিলের উপদেষ্টা মোল্যা মাকসুদুল ইসলাম,ফজলে রাব্বি বাধন,শেখ শামিমুল ইসলাম,সৈয়দ শাহজাহান।

এসময় আলোর মিছিলের আগামী দুই বছরের জন্য পূর্নাঙ্গ কেন্দ্রিয় কমিটি ঘোষনা করা হয়। শেখ তারেক কে সভাপতি ও সোহাগ আল মামুন কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন

সিনিয়র সহ সভাপতি শেখ খালিদ হোসেন, শেখ ইনামুল, সহ সভাপতি শাহজাহান মোড়ল,সহ সভাপতি আহসানুল হক হিরো, সমাজ কল্যান সম্পাদক শাহাদাত হোসেন নোবেল।

যুগ্ম সাধারন সম্পাদক, মহিউদ্দিন পারভেজ ও বি এম হাবিব সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এনামুর কবির,এছাড়া কোষাধ্যক্ষ আশাদুজ্জামান আশা, প্রচার প্রকাশনা গফুর মোড়ল, সহ প্রচার প্রচারন সাদিয়া সিদ্দিকা পাপড়ি, দপ্তর সম্পাদক- সজল কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক- শাহিনূর আক্তার রানী,ক্্রয়া বিষয়ক সম্পাদক রমজান শেখ,কার্যনির্বাহি সদশ্য নাজনিন সুলতানা,আরিফূল ইসলাম,খান আরিফ,আসমা সুলতানা,খান রাসেল,মফিজুল মিয়া,ফিরজ আহম্মেদ সম্রাট,আসাদুল হক সহ প্রমুখ

 

আলোর মিছিলের পরিধি বিস্তার,এছাড়া সমাজে পরিবেশবাদী সংগঠনের প্রভাব আলোচনায় নব প্রকাশিত কমিটি কে শপথ পাঠ করান উপদেষ্টা মোল্যা মাকসুদুল ইসলাম। কেন্দ্রিয় কমিটি ঘোষনা করেন অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল,ও দিঘলিয়া কমিটি ঘোষনা করেন উপদেষ্টা শামিমুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!