মোঃশরিফ হোসেন,চাঁদপুরঃ চাঁদপুর জেলা এস.এস.সি-২০০০ব্যাচ এর সার্বিক সহযোগিতায় ডিএন হাইস্কুল এর উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর’২২ খ্রিঃ পুরান বাজার ডিগ্রি কলেজে ফেন্ড্রস মিটআপ’র অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের হাজী মহসিন রোডস্থ ফ্যামেলি কেয়ার হাসপাতালের দ্বিতীয় তলায় এ আলোচনা সভার আয়োজন করেন এস.এস.সি-২০০০ ব্যাচ ডিএন হাইস্কুল বন্ধুরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এস.এস.সি-২০০০ ব্যাচ ডিএন হাইস্কুল সুমন সাহা, শাহাদাত খান, মানিক সাহা, মোঃ মিঠু, সালেহ আহমদ দিপু, কামরুল, আবুল বাশার খান, মোঃ পারভেজ আলম, মোঃ জসিম গাজী, আজিজুর রহমান রাজু, মোঃ গিয়াস উদ্দিন রানা, মোঃ আবু জুবায়ের, আরিফুল হক সজীব, মোঃ মাহবুল আলম রবিন প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal