সাংবাদিক এম তুষারী, কালিয়াকৈরে একজন দক্ষ ও সাহসিক সাংবাদিক। সকল দল, মত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি একজন সাহসিক সাংবাদিকই না একজন আদর্শবান প্রধান শিক্ষক। আমি যতটুকু জানি তার হাতে গড়া অনেক শিক্ষার্থী ( ছাত্র) পুলিশ,র্্যাব, সেনাবাহিনী এমন কি সচিবালয়ে কর্মরত রয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগে যাতা লিখলেই কি তার সম্মান নষ্ট হয়ে যাবে। কখনোই না বরং যারা লিখে তাকে হেয় করার চেষ্টা করে, তারাই কতটুকু ভাল বা মন্দ তা তার এলাকার জনগণই ভাল জানেন। জানামতে এ উপজেলায় সাংবাদিক এম তুষারীর হাতে ১০-১২ জন সাংবাদিক হাতে কলমে শিখে অনেক নামিদামি পত্রিকা ও চ্যানেলে কাজ করছেন।
পরিশেষে এই পথিযশা সাংবাদিকের দীর্ঘায়ু কামনা করছি।
projonmo21.com Popular bangla online newsportal