নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চাপাইর ও মধ্যপাড়া ইউনিয়ন শাখার তিনটি কমিটি মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মৌচাক ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঘোষিত কমিটি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে স্থগিত করা হয়।

দলীয় নেতা-কর্মীরা জানান, সেচ্ছা সেবকলীগের ওই তিনটি কমিটি আগামী ৩বছরের জন্য চাপাইর ইউনিয়নের নব গঠিত কমিটি সভাপতি উজ্জ্বল হোসেন সহ-সভাপতি শাহীন সরকার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মন্ডলকে ও মধ্যপাড়া ইউনিয়ন শাখা কমিটির সভাপতি মোশাররফ হোসেন সহ সভাপতি তারেক হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের নাম ঘোষনা করে ৫১ সদস্য করে একটি কমিটি কমিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক ইউসুফ সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে মৌচাক ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঘোষিত কমিটি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে অচিরেই সবার সাথে আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন মৃধা তপু ও সাধারণ সম্পাদক আজমত হোসেন জানান, উপজেলা চাপাইর ও মধ্যপাড়া ইউনিয়নের দুটি পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অপর দিকে মৌচাক ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঘোষিত কমিটি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal