সর্বশেষ :
Home / সারাদেশ / দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 

দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 

 

জসীমউদ্দীন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন ব্যক্তি যদি বেশিদিন ক্ষমতায় থাকে তাহলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। স্বেচ্ছাচারিতা তৈরি হয়। এজন্য আমরা একমত হয়েছি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেনা‌। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য নিয়ে এসেছি।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলার আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আইনজীবীদের জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলেছি। দেশের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো গুনগত মান পরিবর্তনের মাধ্যমে একটা জায়গায় নিয়ে যেতে চাই আমরা।

 

নতুন প্রজন্ম নিয়ে ফখরুল বলেন, নতুন প্রজন্মকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাদের ভাষা আর আমাদের ভাষা এক হবে না। নতুন প্রজন্মের কথা শুনে তাদের সাথে সমন্বয় করা সম্ভব। আমাদের উচিত এ ধরনের নতুন প্রজন্মকে স্বাগত জানানো। কারণ আমাদের পরে নতুন প্রজন্মের প্রয়োজন হবে এবং তারা দেশকে কিছু দিতে পারবে।

 

তিনি আরো বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য জামায়াত তাদের কাজ করছে। এনসিপি তারা তাদের কাজ করছে। এটাই ডেমোক্রেসি। আর কতদিন আমরা মারামারি করবো। আর কতদিন আমরা প্রতিহিংসার রাজনীতি করবো! আমাদের একটা জায়গায় আসা উচিত যেটা আমাদের সমাজকে শান্তি দিতে পারবে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন জয়, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুলসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!