নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় বুড়ি তিস্তা নদীর বালু অবৈধভাবে বিক্রির সময় তিন জনকে আটক করে ১ মাসের করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃস্হপতিবার বিকেলে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ঘাটের পার বুড়ি তিস্তা নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেল দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোয়াক্কিন। বালু ও মাটি ব্যাবস্হাপনা আইন ২০১০ এর১৫ (১) ধারায় তাদের এক মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।আটককৃতরা হলেন নীলফামারীর পলাশবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে সজিব ইসলাম (৩০)। একই উপজেলার শান্তিনগরের খয়েরজান আলীর, ছেলে রশিদুল ইসলাম (৩৮) ও রংপুর সিও বাজার এলাকার মাহবুব ইসলামের ছেলে আরাফাত মিয়া (২৫)।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোযাক্কিন বলেন ” অবৈধভাবে ভাবে কেউ এরকম কাজ করলে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে”।
projonmo21.com Popular bangla online newsportal