নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় অনলাইনে জুয়া খেলার সময় ৩ জনকে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার( ১৭ জুন) দুপুরে উপজেলার কাঠালী ইউনিয়নের
দক্ষিণ দেশীবাই রাজারহাট এলাকার মোজারফারের দোকানে অভিযান চালিয়ে মোবাইলে অনলাইন জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটক কৃতরা হলেন কাবাদিয়া আলিম মাদরাসা সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকার খলিল রহামানের ছেলে ইরমান আলী, সাফিয়ার রহমানের ছেলে লালমিয়া এবং মৌলভীবাজার এলাকার লতিবের ছেলে আসাদুল হোসেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে
৩টি মোবাইল ফোন ও একটি মটর সাইকেল জব্দ করেন ডিবি পুলিশ।
projonmo21.com Popular bangla online newsportal